ফতুল্লায় শ্রমিক দলের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২৩:২৪, ২ জানুয়ারি ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় শ্রমিক দলের কার্যালয় ভাঙচুরসহ এক নেতাকে মারধর করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দলের নেতাকর্মীরা। এসময় সন্ত্রাসী রশিদ মেম্বার সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান তারা। পরে তারা জেলা পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে ফতুল্লা থানা আঞ্চলিক শাখার ব্যানারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা মাসুদ শেখ সহ তার লোকজনকে বেশ কিছু দিন ধরে হুমকি দিয়ে আসছে বক্তাবলী ইউনিয়নের মেম্বার রশিদ সহ তার সাঙ্গপাঙ্গরা।
তারই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর সকালে রশিদ মেম্বারের হুকুমে তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বক্তাবলী ঘাট সংলগ্ন শ্রমিক দলের অফিসে এসে মাসুদ শেখকে মারধর করে।
তাতে প্রতিবাদ করতে গেলে অফিস ব্যাপক ভাঙচুর চালায়। এসময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ জেলার নেতাদের ছবি ভাঙচুর করে। এ ঘটনায় রশিদ মেম্বার সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলেও মামলা নিতে পুলিশ নানা ভাবে তালবাহানা করছে। তাই রশিদ মেম্বার সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করা হয়।
বক্তারা আরো বলেন, রশিদ মেম্বার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিগত আওয়ামী লীগ আমলে কোটি কোটি টাকা কামিয়েছে। রশিদ মেম্বার একজন সন্ত্রাসী সহ খারাপ প্রকৃতির লোক।
রশিদ মেম্বার বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন আগে জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করছে। রশিদ মেম্বারের বিরুদ্ধে জবরদখল সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার অত্যাচার থেকে মুক্তি চায় এলাকাবাসী।
এদিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার। আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ও বক্তাবলী ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দরা।