চাঁদাবাজি ও মাদক কারবারি অভিযোগ

জেলা কৃষকদলের সদস্য সচিবের  বিরুদ্ধে মানববন্ধন

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০০:৩০, ১৬ মার্চ ২০২৫ | আপডেট: ০১:০৪, ১৬ মার্চ ২০২৫

জেলা কৃষকদলের সদস্য সচিবের  বিরুদ্ধে মানববন্ধন

বন্দরে ড্রেজার ব্যবসা,  মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও  চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব সেলিম মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।  গতকাল শনিবার সকালে মুছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, লাঙ্গলবন্দ বাক্সরাইল এলাকার সেলিম ও সিপন দুই ভাই বিগত হাসিনা সরকারের  আমলে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভুমিকায় থেকে   মাদক কারবারি নানা অপকর্মে জড়িয়ে ছিলো । তখন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। গত ৫ আগস্টের পর হঠাৎ সেলিম মিয়া নারায়ণগঞ্জ  জেলা কৃষক দলের সদস্য সচিব পদ পরিচয়ে ব্যানার ফ্যাস্টুনি সাঁটিয়ে বনে গেছে বিএনপি নেতা । তার পর  থেকে  জেলা কৃষক দলের পদপদবির ক্ষমতার দাপটে  সেলিম ও তার ভাই  সিপন, মোক্তার,  মাসুদ সহ ১০/১২ জন মিলে  নিজ এলাকায়  নতুন করে  শুরু করে চাঁদাবাজি,  মাদক কারবারি ও মিথ্যা অভিযোগে সাধারণ মানুষকে  পুলিশি হয়রানি সহ নানা অপকর্মে  অতিষ্ঠ হয়ে উঠেছে  মুছাপুর ইউনিয়নবাসী। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  ব্যবসায়ী ইকবাল হোসেন,  মামুন, বিল্লাল হোসেন,  ফাতেমা, আছিয়া ও লাভলি মেম্বার প্রমুখ।

আরও পড়ুন