মহতী সেবায় ৪১ বছর জনদরদী শামীম
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ২৩:৩৬, ২৩ মার্চ ২০২৫

‘উঠুন রোজা রাখুন সেহরী খান’। নেকের দিন দিন চলে যাচ্ছে। দীর্ঘ ৪১ (একচল্লিশ) বছর ধরে আমলাপাড়া, উলিকপাড়া, কালীর বাজারসহ নারায়ণগঞ্জ শহরের অলিগলিতে লোকজনদের জাগিয়ে তোলার কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন। তিনি হলেন সকলের প্রিয়মুখ মোঃ শামীম।
তিনি সোনালী ব্যাংকের কর্মচারী। তিনি তার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে এ মহতী উদ্যোগটি হাতে নিয়েছেন। তার এই মহতী কাজে সহযোগিতা করেন সাইফুর ইসলাম নামের এক হৃদয়বান ব্যক্তিসহ শাকিল, বাবু ও রাজা নামের আরও ৩(তিন) উদ্যোগী জনসেবী। পবিত্র রমজান মাসে তার এ কাজটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সে এলাকার ধনী, গরীব সকল সম্প্রদায়ের ধর্মপ্রাণ ব্যক্তিগণের নিকট বিশেষভাবে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ জানায়।