তেল কম দেয়ায় ‘প্রধানফিলিংস্টেশন’ বন্ধ ঘোষনা

নাঃগঞ্জে পেট্রোল পাম্পে তেল কম দেয়া হয়

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০০:১৪, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ২৩:৫৫, ৯ এপ্রিল ২০২৫

নাঃগঞ্জে পেট্রোল পাম্পে তেল কম দেয়া হয়

নারায়ণগঞ্জ মহানগরীতে বাইকাররা এক লিটার পেট্রোল বা অকটেনে কাংখিত মাইলেজ পান না। অনেকে বিরক্ত হয়ে নিজের পছন্দের মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন। কিন্তু কেউ এর প্রকৃত কারণ বের করতে পারেনি। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সেই কারণটি বের হলো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। কারণটি হলো মেশিনের মাধ্যমেই তেল চুরি করে ফিলিংস্টেশনগুলো।

 বন্দরে ভ্রাম্যমান আদালত পরিমানে কম ও নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী তেল বিক্রি অপরাধে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকাজরিমানা ও পাম্পের সামায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার ফরাজিকান্দাস্থ প্রধান ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পাম্পের কার্যক্রম সামায়িক বন্ধসহ অর্থ দন্ড করেন।

অভিযানকালে ভ্রাম্যমান আদালত অকটেন, পেট্রোল ও ডিজেল বিতরণের ৩ টি ডিজিটাল মেশিন পরীক্ষা করে প্রতি লিটারে ৩০ মি.লি. করে গ্রাহকদের তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী তেল বিতরণ করার পাশাপাশি সরকারি নিয়মনীতি অনুসরণ না করায় ১ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে সাময়িক ভাবে প্রধান ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাম্পের তিনটি মেশিনে লিটার প্রতি ৩০ মি.লি. কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রধান ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন