বন্দরে মার্কেট ভস্মীভূত, আহত-১
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ২৩:৪৫, ৯ এপ্রিল ২০২৫

ভয়াবহ এক অগ্নিকান্ডে একটি মার্কেট ভস্মীভূত হয়ে নগদ অর্থ সহ প্রায় অর্ধ কোটি টাকা মালামাল পুড়ে ছাই হয়েছে। গতকাল বুধবার ( ৯ এপ্রিল ) দুপুরে কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন শাহীন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে রাহিম (১৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুই টি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান , শাহীন মার্কেট হঠাৎ একটি চায়ের দোকানে আগুন দেখা গেছে। মুহূর্তে মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে রুবেল মিয়ার চায়ের দোকান, নাসিরের কনফেকশনারি দোকান, মিন্টুর ঔষধের দোকানের নগদ ৯ লাখ টাকা , আলতাফ হোসেনের পান সিগারেটের দোকান ও তার ক্যাশে নগদ দেড় লাখ টাকা, দিগান্ত দাসের সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে ছাই। আহত রহিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদরুল আলম জানান, আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি। আমাদের তদন্ত অব্যহত রয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা ও কলাগাছিয়া নৌ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।