ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল কাশীপুর

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ১৫:৪০, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ০১:১০, ১২ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল কাশীপুর

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফতুল্লার কাশীপুর ইউনিয়ন। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমআ বিক্ষোভে ফেটে পড়েছে কাশীপুরের হাজার হাজার মুসল্লি ও আমজনতা। আলেম ও যুবসমাজ এবং জনতার বিক্ষোভে উত্তাল ছিল কাশীপুর ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গন।

আলেম সমাজের আহবানে সেই বিক্ষোভে অংশ নিয়েছে ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজ, আমজনতা, প্রবীণ ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইসলামী দলের নেতৃবৃন্দ, তরুণ ও ছাত্রসমাজ লোকজন। সবাই গাজাকে ইসরাইলের নারকীয় বোমা হামলা থেকে বাঁচাতে চাইছেন।

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করছে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতা। বিশ্বের সঙ্গে একাত্বতা প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) থেকে এ কর্মসূচি পালন করছে তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’—এমন নানা স্লোগান দিতে থাকেন।

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলেমসমাজ এর নেতৃবৃন্দ বলেন, “বছরের পর বছর ফিলিস্তিনে বর্বরতা চলছে। সেখানে মায়ের কোল থেকে শিশুরা, নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক শহীদ হচ্ছে গোলাবারুদের বিস্ফোরণে। ইজরায়েল বিশ্বে বর্বরতার সমস্ত মাত্রা অতিক্রম করেছে। আর জাতিসংঘের মতো বিশ্ব মোড়ল বনে থাকা সংস্থাগুলো নিজেদের নিশ্চুপ অবস্থান নিয়ে গণহত্যার পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা এই হত্যার নীতি থেকে পরিত্রাণ চাই।

বক্তারা আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়বিচারের জন্য সংগ্রাম কোনো একক দেশের সমস্যা নয়, এটি সমগ্র মানবজাতির দায়িত্ব। অনতিবিলম্বে ইজরায়েলকে তার হত্যা নীতি পরিহার করতে হবে। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সকল মহলকে ইজরায়েলের যুদ্ধনীতি পরিহারে শক্তিশালী অবস্থান নিয়ে ফিলিস্তিনের মুক্তির পক্ষে দাড়াতে হবে। গাজা, সিরিয়া ও ফিলিস্তিনের গণহত্যার সাথে জড়িত সকল পক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

আরও পড়ুন