ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকে আন্তঃজেলা যানবাহন চোর চক্রের সক্রিয় ৫ সদস্য গ্রেপ্তার, ৭টি গাড়ি উদ্ধার

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ২২:০৮, ১৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২২:০৯, ১৯ ডিসেম্বর ২০২৪

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকে আন্তঃজেলা যানবাহন চোর চক্রের সক্রিয় ৫ সদস্য গ্রেপ্তার, ৭টি গাড়ি উদ্ধার

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকে আন্তঃজেলা যানবাহন চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া একটি নোয়া  মাইক্রোবাস, দুইটি সিএনজি ও তিনটি মোটরসাইকেল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তারসহ চোরাই সাতটি গাড়ি উদ্ধার করা হয়।

তিনি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় মনির মিয়ার গ্যারেজের পাশে চোরাই গাড়ি কেনাবেচা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল।

এসময় দুইটি চোরাই মোটরসাইকেল এবং একটি সিএনজিসহ গ্রেপ্তার করা হয় আতাউর, সুমন মন্ডল ও রাজিব হোসেন নামে তিনজনকে।

ওসি আরও জানান, পরে তাদের স্বীকারোক্তি মতে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়াফি ও বাবু নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি হওয়া একটি নোয়া মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা যানবাহন চোর চক্রের পেশাদার সদস্য বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধা ফতুল্লা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি শরীফুল ইসলাম।

 

আরও পড়ুন