সোনারগাঁয়ে নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০০:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ০০:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের পর স্কুল মাঠ থেকে  এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে  পৌরসভার জয়রামপুর এলাকায় বট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বালুর মাঠ থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।  পুলিশ লাশ মর্গে প্রেরণ করেছে। নিহত শিশুর নাম মো. ইব্রাহিম (৯)।  নিহত শিশু  জয়রামপুর এলাকার  মহব্বত মিয়ার ছেলে।

নিহতের পিতা মাহব্বত মিয়া বলেন,  শুক্রবার বিকালে আমার শিশু পূত্র ইব্রাহিম বাড়ি থেকে বের হয়। তার পর থেকে ইব্রাহিমকে খুজে পাওয়া যাচ্ছিল না।   বহু খুঁজাখুঁজির পর  শুক্রবার  রাত ১১ টার দিকে বাড়ির পাশে  স্কুলের পিছনে বালুর মাঠে মাথা বালুর নিচে ঢুকানো অবস্থায় মৃত দেহ  পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের ইব্রাহিম পিতা মাহব্বত মিয়ার  আর্তনাদ  আমার ছেলেকে কে বা  কাহারা  হত্যা করে লাশ বালুতে পুতে রেখে রেখেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন