নাঃগঞ্জ জেলার আইনশৃঙ্খলার অবনতি
পালিয়ে যাওয়া কিছু সন্ত্রাসী নতুন নেতাদের প্রশ্রয়ে ফিরে আসছে
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন তৎপর থাকার পরও অপরাধীচক্রের অপরাধ কর্মকান্ড বাড়ছে। এতেকরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন বোদ্ধামহলের বিশ্লেষকরা। তাঁরা বলছেন, কোনভাবেই অপরাধ কমানো যাচ্ছেনা। এ অঞ্চলের পালিয়ে যাওয়া কিছু সন্ত্রাসী নতুন নেতাদের প্রশ্রয়ে ফিরে আসায় ফের নারায়ণগঞ্জ অশান্ত হয়ে উঠছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ঘটনা বেড়ে গেছে। ২৫ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জে আসা কেন্দ্রীয় বিএনপি নেতা মির্জা আব্বাস ও বলে গেছেন নারায়ণগঞ্জের কিছু কুলাঙ্গার রয়েছে। তারাই নানাভাবে নারায়ণগঞ্জকে অশান্ত করে তোলার অপচেষ্টায় লিপ্ত।
জানাগেছে, ২৫ ফেব্রুয়ারী রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষন করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ফতুল্লা মডেল থানায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে দুই লম্পটের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ১০ জানুয়ারী প্রেম ভালোবাসার সম্পর্কে তরুন তরুনী বিয়ে করেন। এতে অভিভাবকরা মেনে না নেয়ায় তরুনী একাই ফতুল্লার পূর্বলামাপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন এবং তার স্বামী একই এলাকার আরেকটি বাসায় ভাড়া থাকেন। গত ১৮ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২টায় তরুনীর সাথে তার স্বামী দেখা করতে যাওয়ার পথে পূর্বলামাপাড়া এলাকার মনিরের ছেলে নাজমুল ও তার বন্ধু রনি দলবল নিয়ে তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর গলায় ছুরি ধরে নির্যাতনের ভিডিও করেন। সেই ভিডিও তরুনীকে দেখিয়ে নাজমুল ও রনি পর্যায়ক্রমে ধর্ষন করে। এরপর তাদের স্বামী স্ত্রীর কাছ থেকে দুটি মোবাইল ও সাথে থাকা নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, তাৎক্ষনিক বিষয়টি থানায় জানানো হয়নি। এজন্য ধর্ষকরা সুজোগ পেয়ে পালিয়েছে। তাদের গ্রেফতারেপুলিশের একাধীক টিম কাজ করছে।
এদিকে, র্যাব সেজে ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় একজনকে আটক করেছে র্যাব-১১ এর একটি আভিযানিক দল। আটককৃতের নাম মো. আব্দুল হক স্বপন (৪৫)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ঢাকার ডেমরা থানাধীন আমিনবাগ বাঁশেরপুল এলাকা হতে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-১১ কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, গত ১৪ জানুয়ারি আবু হানিফ ও রাজিব ভূঁইয়া নামে দুজন দুবাই প্রবাসী এয়ারপোর্ট থেকে গুলিস্তান হয়ে গণপরিবহনে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জেরবন্দর থানাধীন কেওডালায় পৌঁছালে একটি সাদা রংয়ের হাইয়েস গাড়ি তাদের বহনকৃত বাসটির গতিরোধ করে। পরে কয়েকজন ব্যক্তি বাসে উঠে নিজেদেরকে র্যাব সদস্য পরিচয় প্রদান করে দুবাই প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়া'র বিরুদ্ধে মামলা রয়েছে বলে তাদের নামিয়ে নিয়ে যান।
পরে তাদের দুজনকে র্যাব পরিচয় দানকারীরা জোরপূর্বক হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যান। গাড়িতে তোলার পর হাত পা বেঁধে এলোপাতাড়িভাবে মারধর করেন প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে। পরে তাদের সঙ্গে থাকা বিদেশি অর্থসহ নগদ সর্বমোট ২১ লাখ ৩৫ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি পাসপোর্ট ও জামা কাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান।
পরবর্তীতে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে অনুমানিক ৩/৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওইদিন সন্ধ্যায় ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। পরে আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মো. আব্দুল হক স্বপনকে (৪৫) গতকাল মঙ্গলবার ঢাকার ডেমরার আমিনবাগ বাঁশেরপুল এলাকা হতে আটক করা হয়। এর আগে উক্ত চক্রের আরেক সদস্য বশির আহমেদকে (৫২) র্যাব-১১ গত ৩ ফেব্রুয়ারি আটক করা হয়। আটককৃত মো. আব্দুল হক স্বপনের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় একটি পর্ণগ্রাফি ও কেরানীগঞ্জ থানায় দুটি ডাকাতি মামলাও রয়েছে বলে জানা গেছে।
ছিনতাইকারী সন্দেহে মারধর করে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানা যায়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইজিবাইকের গ্যারেজে এ ঘটনা ঘটে।
আটককৃত হলেন জাহিদুল হাসান রেহান (২২)। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আনসার আলীর ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয় জনতা জাহিদুল হাসান রেহান নামে একজনকে আটক করেন। এ সময় তাকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিলে তিনি আহত হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেহানকে উদ্ধার করে। এসময় ওই গ্যারেজ থেকে একটি ৭.৬৫ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত জাহিদুল হাসান রেহান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ৫ আগষ্ট পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব অস্বাভাবিক হয়ে পড়েছে। আমাদের এলাকায়ও প্রতিদিন ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়েই চলেছে। গত কয়েকদিনে আমরা কয়েকজন ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছি। গতরাতেও এমন এক ঘটনায় ছিনতাইকারী রেহানকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেন। পরে পুলিশে খবর দিয়ে তাকে সোপর্দ করা হয়। ওই সময় পুলিশ একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করে।
জানাগেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ ৯ মামলার আসামি আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। এরপর তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য লাক মিয়া পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জেলার আড়াইহাজার, নরসিংদীর মাধবদী ও রাজধানীর ভাটারা থানায় হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ অন্তত ৯টি মামলা রয়েছে। চেক জালিয়াতি মামলায় লাক মিয়া এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামিও।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, লাক মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে লাক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।