নাঃগঞ্জে আরাকান রোহিঙ্গা আর্মির পাঁচ সদস্যসহ গ্রেপ্তার ৬
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০১:১২, ১৯ মার্চ ২০২৫

দু’তিন বছর আগে জালকুড়ি এলাকায় অস্থায়ী পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারী ধরা পড়েছিল। এবার সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী এলাকা থেকে রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন (আরসা) এর পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এলাকাবাসীর ধারণা সিদ্ধিরগঞ্জে ছদ্মবেশে আরো রোহিঙ্গা থাকতে পারে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মায়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লা আবু আম্মার ওরফে জুনুনী, আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোশতাক আহমেদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), মায়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের নুর আলমের ছেলে হাসান (১৫)। এসময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আসামিরা নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। পরে ১৭ মার্চ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। আইনি পক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, ৫ রোহিঙ্গা নাগরিকসহ ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব বাদি হয়ে দুটি মামলা দায়ের করেছে।
এদিকে মামলার অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় বিশ দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠায় পুলিশ। পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির শুনানি শেষে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক কাউয়ুম খান।