নাঃগঞ্জে ৩ খুন, আইনশৃঙ্খলার অবনতি

ফতুল্লায় শিশু মুস্তাকিন, জিহাদ ও রূপগঞ্জে যুবদল কর্মী হাসিব নিহত

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২২:১৭, ১৯ মার্চ ২০২৫ | আপডেট: ২২:১৮, ১৯ মার্চ ২০২৫

ফতুল্লায় শিশু মুস্তাকিন, জিহাদ ও রূপগঞ্জে যুবদল কর্মী হাসিব নিহত

শিশু মুস্তাকিন,কিশোরগ্যাং আরমান ও যুবদল কর্মী

নাঃগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিম্নগামী গ্রাফটা হঠাৎ করেই উর্ধ্বমুখি হয়ে উঠে। জনমনে বাড়ে অজানা আতঙ্ক। `নুনের চেয়ে খুন সস্তা’ ! এই ডায়লগটির মতই শিল্পনগরী নারায়ণগঞ্জে বেড়ে গেছে খুন-খারাবি। একদিনে ৩টি খুনের খবর। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার পরও বিচ্ছিন্নভাবে খুন, ছিনতাই, রাহাজানি ঘটছে।

ফতুল্লায় ২টি ও রূপগঞ্জের চনপাড়া মাদকরাজ্যে ১টিসহ ৩টি খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক দেখাগেছে। সাত বছরের শিশু খুনের ঘটনা খুবই লোমহর্ষক-ভয়ংকর। অপরটিও গাঁয়ে কাঁটা দেয়। সামান্য ব্যাটারি চুরির অপবাদ দিয়ে ছুরিকাঘাত করে কিশোর খুন। রূপগঞ্জের চনপাড়া মাদকরাজ্যে হাসিব এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জের বোদ্ধামহলের বিশ্লেষকগণ বলছেন, কেবলমাত্র রূপগঞ্জের চনপাড়া মাদকরাজ্যের খুনের ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। ফতুল্লা শিল্পাঞ্চলের দু’টি খুনের ঘটনার কারণ সামান্য। লামাপাড়া এলাকায় কিশোর জিহাদ (১৭)কে ব্যাটারী চুরির অপবাদ দিয়ে ছুরিকাঘাত করে কিশোরগ্যাং লিডার আরমান (১৮)।

ফতুল্লার অপর ঘটনাটি ও তেমন গুরুতর নয়। শিশু মুস্তাকিন (৭) এর পিতার ওপর ক্ষোভ ছিল প্রতিবেশি তানজিল ও শাহআলমের। শিশু মুস্তাকিনের পিতা হাশিম মিয়ার সাথে দু’জনের একটা ক্ষোভ তৈরী হয়। সামান্য ক্ষোভ থেকেই তানজিল ও শাহআলম শিশু মুস্তাকিনকে অপহরণ করে হত্যা ও লাশ গুম করার ফন্দি আঁটে।             

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন