বন্দরে রনি হত্যাকান্ডের ঘটনায় মামলা

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:৪২, ৭ এপ্রিল ২০২৫

বন্দরে রনি হত্যাকান্ডের ঘটনায় মামলা

বন্দরে   রনি (৩২) নামে এক মাদক কারবারিকে  কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় সন্ত্রাসী মাসুদ ডেলি সহ ৬ জনকে আসামি করা হয়েছে।  গতকাল সোমবার  নিহতের স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  এলাকায় একক  মাদক ও  সন্ত্রাসী নিয়ন্ত্রণ নিয়ে রোববার  সন্ধ্যায়  কলাগাছিয়া কান্দিপাড়া  মোড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে  সন্ত্রাসী মাসুদ ডেলি ও তার বাহিনী।  নিহত  রনি ১নং মাধবপাশা এলাকার ছলিমউদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলাগাছিয়া ইউপির    সেনপাড়া এলাকার হবি মিয়ার  ছেলে  মাসুদ ওরফে ডেলি মাসুদের  সঙ্গে মাদক কারবারি নিয়ন্ত্রণ নিয়ে  পাশ্ববর্তী মাধবপাশা এলাকার ছইল্লা মিয়ার ছেলে রনির সঙ্গে দ্বন্দ্ব চলছিল।  এর জের ধরে রোববার সন্ধা ৬ টার দিকে  রনি  কলাগাছিয়া কান্দিপাড়া তিন রাস্তার  মোড়ে পৌঁছালে   ডেলি মাসুদ ,  সুমন,  মাহবুব, রাসেল,  ছাত্তার এলাহির নেতৃত্বে ৫/৬ জন মিলে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।  পরে   তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয়রা জানান,  নিহত রনি  একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও  সন্ত্রাসী।  তার বিরুদ্ধে  মাদক মামলাসহ  একাধিক মামলা  রয়েছে।  মাদক কারবারি নিয়ন্ত্রণ  ও অভ্যান্তরিন দ্বন্দ্বের জের ধরে রনিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী মাসুদ ডেলি ও তার বাহিনী।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে  হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে লাশের সুরুতহাল রির্পোট প্রস্তুত করা হয়েছে।  এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন