বন্দরে অস্ত্র ঠেকিয়ে তুলে নেয়ার ঘটনায়

ব্যবসায়ী হাবিবের সংবাদ সম্মেলন

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০০:৩০, ৯ এপ্রিল ২০২৫

ব্যবসায়ী হাবিবের সংবাদ সম্মেলন

বন্দরে মাথায়  অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে পৌনে ৩ লাখ টাকা লুটের ঘটনায়  এক সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী হাবিবুর রহমান।  লিমা আক্তার নামে এক নারীর  নেতৃত্বে সংঘবদ্ধ এক সন্ত্রাসী বাহিনী এ ঘটনা ঘটিয়েছে বলে
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।  গতকাল  মঙ্গলবার  লাঙ্গলবন্দস্থ নিউ তাজমহল রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, মদনপুর সামাদ ভূঁইয়া মার্কেটে পাইকারি ঔষধের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার ।  ব্যবসার পাশাপাশি  একজন সংবাদ কর্মী ।  গত ৬ এপ্রিল  দিবাগত রাত পৌনে ১০ টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মদনপুর থেকে বাড়ি ফিরতে ঢাকা-চট্রগ্রাম মদনপুর বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এই মুহুর্তে  ১০/১২ অজ্ঞাত নামা সন্ত্রাসী  কিছু বুঝে উঠার আগেই মাথায় পিস্তল ঠেকিয়ে  টেনে হেঁচড়ে  সিএনজিতে তুলে। সিএনজিতে  তুলে  চোখ বেঁধে  মারধর শুরু করে এবং  সঙ্গে থাকা সারাদিনের আমাদানীর ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।  পরে তারা উঠিয়ে  নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়।  ওখানে আগে থেকেই ওৎ পেতে থাকা  পূর্ব পরিচিত লিমা আক্তার নামে  এক  নারী  পূর্ব  পরিকল্পিত ভাবে সন্ত্রাসীদের সঙ্গে  নিয়ে তার কাছ থেকে চারটি স্ট্যাম্পে স্বাক্ষর  নেয়।  পরবর্তীতে  ডাক চিৎকারে পথচারীরা উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  এ ঘটনায় তিনি লিমা আক্তার সহ ১০/১২ জনে বিরুদ্ধে  বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

এ ঘটনায় লিমা আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাবিবুর রহমান আমার ধর্ম ভাই। এটা আমাদের পারিবারিক বিষয় বলে লাইন কেটে দেন তিনি। 

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন