হোসিয়ারী সমিতির সভাপতি বদুসহ ১৮ পরিচালকের শপথ

সকলকে নিয়ে দায়িত্ব পালন করতে চাই : সভাপতি বদু

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সকলকে নিয়ে দায়িত্ব পালন করতে চাই : সভাপতি বদু

নির্বাচনের দশদিন পর বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত ১৮ পরিচালক শপথ গ্রহণ করেছেন। সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু ও সাঈদ আহম্মেদ স্বপন সহ ১৫ জন পরিচালক একত্রে শপথ পাঠ করান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি। ওই সময় নির্বাচন বোর্ডের সদস্য মো. জাকারিয়া ওয়াহিদ ও কৃষ্ণ কুমার সাহা, আপীল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন ও মো. শওকত আলী উপস্থিত ছিলেন। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় হোসিয়ারি সমিতির অফিসে এই শপথ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে হোসিয়ারি সমিতির ২০২৫-২০২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব শুরু করলো।

এরআগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালকদের বেয়ারা নির্বাচনে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন। একটি বিশেষ সূত্র জানিয়েছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুস সবুর খান সেন্টু এক বছর দায়িত্ব পালন করবেন। এরপর এই পদে আসবেন দুলাল মল্লিক। তেমনিভাবে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে এক বছর পর আসবেন আলহাজ¦ মোঃ নাছির শেখ।  

গত ৩রা ফেব্রুয়ারি ৩৬জন প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণের মাধ্যমে ১৮জন পরিচালককে নির্বাচিত করেন হোসিয়ারি সমিতির ১১১৩জন ভোটার। এতে তাদের ভোট প্রয়োগে ১৮ জন পরিচালক পদে ১৫জন নির্বাচিত হন বদু প্যানেল। বাকি তিন পরিচালক পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়।

বদু প্যানেলের নির্বাচিতরা হলেন, সাধারণ গ্রুপের বদিউজ্জামান বদু, মোঃ আব্দুল হাই, মিজানুর রহমান, মোঃ পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, মনির হোসেন, হাজী মোঃ শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মোঃ মাসুদুর রহমান, ফতেহ আলী রেজা রিপন ও বৈদ্যনাথ পোদ্দার। এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মোঃ নাছির শেখ, আব্দুস সোবহান, বিল্লাল হোসেন ও নাছিম আহম্মেদ।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই সকল হোসিয়ারী মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন আলহাজ¦ বদিউজ্জামান বদু। তিনি বলেন, ভোটরারা আমাকে জয়ী করেছে। আমি সবার কাছে ঋনী। আমি হোসিয়ারী মালিকদের জন্য কাজ করে যাবো। আমি যেনো সবাইকে সেবা দিতে পারি এ জন্য সবাই আমাকে দোয়া করবেন।

জানাগেছে, এরআগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ ২০২৫-২৭ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৮ টি পদের জন্য ৩৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর রেজাল্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল থেকে ১৮জন, স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম থেকে ১৪ এবং স্বতন্ত্র থেকে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন নির্বাচিত হয়েছেন। হোসিয়ারী মালিক ঐক্যজোটের প্যানেল থেকে সাইফুল ইসলাম হিরু শেখ (নিউ শেখ হোসিয়ারী) ৮৬২ ভোট, সাঈদ আহমেদ স্বপন (সেহেলী হোসিয়ারী এন্ড গার্মেঃ) ৭১৯ ভোট, আলহাজ্ব মো. নাছির শেখ (নাছির হোসিয়ারী) ৭০২ ভোট, নাছিম আহমেদ (গাজী হোসিয়ারী) ৪৯৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছে আবদুস সোবহান তালুকদার (আদর হোসিয়ারী) ৫৭৫ ভোট, মো. বিল্লাল হোসেন (সেভেন স্টার হোসিয়ারী) ৪৯৫ ভোট পেয়ে।

এদিকে জেনারেল গ্রুপে ১২ জন নির্বাচিত হয়েছে। হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল থেকে আলহাজ্ব বদিউজ্জামান বদু (বদিউজ্জামান টেক্সটাইল) ৮৯৩ ভোট, মোঃ আবদুল হাই (নিউ বৃষ্টি টেক্সটাইল) ৮২৭ ভোট,মোঃ মিজানুর রহমান (সায়মন হোসিয়ারী) ৮০৫ ভোট, মোঃ পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারী এন্ড গার্মেন্টস)৭৮৭ ভোট, আবদুস সবুর খান (সাকলাইন টেক্সটাইল) ৭৮৩ ভোট, হাজী মোঃ শাহীন হোসেন (শাহীন ট্রেডার্স) ৭৫১ ভোট, মোঃ আতাউর রহমান (গনি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭২৭ ভোট,আলহাজ্ব মোঃ মনির হোসেন (নিউ মনির হোসিয়ারী) ৭২০ ভোট,মোঃ দুলাল মল্লিক (আদর ট্রেডার্স) ৬৯০ ভোট, মোঃ মাসুদুর রহমান (আবীর ফ্যাশন) ৬০৫ ভোট ও বৈদ্যনাথ পোদ্দার (নিউ দূরস্থ হোসিয়ারী) ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া  স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম থেকে ফতেহ মোহাম্মদ রেজা (ফতেহ হোসিয়ারী) ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন ও জেনারেল গ্রুপ থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাতেই নির্বাচন কমিশন নির্বাচনে ভোটের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন।

এর আগে, উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭ ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারদের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ১১৩ টি। নির্বাচন কমিশনের তথ্য মনে ৯৬.০৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন