নাঃগঞ্জে শিশুদের জামা-কাপড় বিক্রি জমজমাট

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:৫৩, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ০১:১৮, ১২ মার্চ ২০২৫

নাঃগঞ্জে শিশুদের জামা-কাপড় বিক্রি জমজমাট

ঈদুল ফিতরের আর বেশি দিন বাকি নেই। নারায়ণগঞ্জে শিশু-কিশোরদের জামা-কাপড় বেচাকেনা বেশ জমে উঠেছে। একবারে ছোট ব্চ্চাাদের জামা-জুতো কিনতে চার-পাঁচশ টাকাতেই হয়ে যাচ্ছে। এবার জামা-কাপড়ের দাম একটু আয়ত্বের মধ্যেই রয়েছে বলে জানালেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।

দেওভোগ কাটা কাপড় মার্কেটের ব্যবসায়ীরা জানান, মেয়ে শিশুদের জন্য রয়েছে কাঁচা বাদাম ফ্রক; সাদা, কালো, নীল সুতি কাপড়ের উপর হাল্কা কাজ করা হয়েছে এসব ফ্রকে। তবে মেয়েদের কাঁচা বাদাম থ্রিপিস যেমন আকর্ষণীয়, ছেলে শিশুদের বেলায় তেমনটা দেখা যায়নি।

উৎসব মানেই শিশুদের বাঁধভাঙা আনন্দ। জামা কাপড় জুতা সবই নতুন চায়। পরিবারে শিশুদের পোশাক কেনা হয় সবার আগে।

ঈদের আগে আগে শহরের ডিআইটি মার্কেট, চাষাড়া ও কালিরবাজার এলাকার বিভিন্ন শপিংমল ও শো-রুমে দেখা গেছে, দেশীয় ফ্যাশন হাউসের পাশাপাশি ব্র্যান্ড শপগুলোতে শিশুদের পোশাকেও বর্ণিল ডিজাইন। বিক্রয়কর্মীরা জানান, এখন আবহাওয়া গরম। এ জন্য ফ্যাশন হাউজগুলো সুতি পোশাককেই প্রাধান্য দিয়েছে। পাশাপাশি তাঁত, হ্যান্ডলুম, মসলিন, লিনেন ও খাদির ব্যবহারও বেড়েছে।

এ ছাড়া সিল্ক, কাতান, ভিসকস, অরগাঞ্জা, সাটিন, টিস্যু, গ্লিটারি কাপড়, ডেনিম বা জর্জেটের মতো কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি করা হচ্ছে বাহারি ডিজাইনের পোশাক। এসব পোশাক যেন গরমেও স্বস্তিদায়ক হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

কে-ক্রাফট, অঞ্জন'স, আড়ংসহ প্রায় সব ফ্যাশন হাউস ঘুরে দেখা যায়, শিশুদের পোশাক আরও আকর্ষণীয় করতে ব্যবহার করা হয়েছে চুমকি, এমব্রয়ডারি, ডলার, কারচুপি, লেস, টারসেল, সিকোয়েন্স, বাটিক, ব্লক, টাইডাই, স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট।

ছেলেশিশুদের জন্য ছোট হাতার ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, গেঞ্জি, ক্যাজুলায় গেঞ্জি আনা হয়েছে। ফুলের প্রিন্ট, ছোট ছোট ব্লক, গাড়ি, ছোট ছোট কার্টুন এঁকে এসব পোশাক করা হয়েছে আকর্ষণীয়। প্যান্টের মধ্যে এক রঙের প্যান্টের পাশাপাশি আছে ব্লিচ করা ডেনিমের প্যান্ট।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন