সন্তানের ভিতরে যত বেশি গুন প্রবেশ করাবেন, তত বেশি মূলায়িত হবে : গিয়াসউদ্দিন
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২৩:৩৮, ২৪ ডিসেম্বর ২০২৪

এম.এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেকটা মানুষের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়, অন্য কেহু বৃদ্ধি করতে পারে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্সে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা মানুষ আমাদের মূল্য কিভাবে বৃদ্ধি হবে, যার মধ্যে যতো বেশি গুণ সম্পৃক্ত করা যাবে, গুণ ঢুকিয়ে দেওয়া যাবে, গুণ কে যার কাছে বেশি পাওয়া যাবে তার মূল্য বেশি হবে।
তাহলে এই মূল্য বৃদ্ধি করার ক্ষেত্রে অভিভাবকদের সব সময় বাচ্চাদের কে পরামর্শ দিতে হবে এবং বাচ্চাকে ভালো ভালো গুন গুলো ওদের যাতে মধ্যে সম্পৃক্ত হয় সেটা চেষ্টা করতে হবে। এবং ওদের কেও চেষ্টা করতে হবে কিভাবে আমার গুণ বেশি হয়।
গিয়াসউদ্দিন আরো বলেন, একজন মিথ্যা কথা বলে এটা খারাপ গুন, আর একজনে সত্যকথা বলে এটা ভালো গুণ, মাতা, পিতাকে একজনে সম্মান করে, আরেকজনে করেনাত মাতা, পিতাকে যে সম্মান করে তার একটা গুণ বেড়ে গেল।
মাতা, পিতাকে নিয়মিত সালাম করে একজনে, আরেক জনে সালাম করে না, যে সালাম করে তার গুণ আরেকটা বেড়ে গেল, এই ভাবে আপনার সন্তানের ভিতরে যতবেশি গুণ প্রবেশ করিয়ে দিতে পারবেন আপনার সন্তানের মূল্য তত বেশি বৃদ্ধি পেয়ে গেলো।
গিয়াসউাদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিনের সভাপতি ও শিক্ষক ফারুক হোসেন রাজু ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, এবাদুল হক এম,এ,হালিম জুয়েল, আবুল হোসেন, শিষির ঘোষ অমর, রাজিব আহম্মেদ, রিফাত হোসেন, ফজলে খোদা সোহেল, আব্দুর রাজ্জাক প্রমূখ।