সানারপাড় সপ্রাবি’র গৌরবের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালী ও পিঠা উৎসব

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ১২:৫৫, ১৪ ডিসেম্বর ২০২৪

সানারপাড় সপ্রাবি’র গৌরবের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালী ও পিঠা উৎসব

সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গৌরবের ৫৫ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী দিনে উৎসবমূখর পরিবেশে আনন্দ র‌্যালী, পিঠা উৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় সানারপাড় শিক্ষা কমপ্লেক্স থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল, সাইকেলিং, প্রাইভেটকার ও ব্যাটারী চালিত ইজিবাইক যোগে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা আনন্দ র‌্যালীতে অংশগ্রহন করে।

র‌্যালীটি সানারপাড় শিক্ষা কমপ্লেক্স থেকে বের হয়ে সিদ্ধিরগঞ্জ এবং ডেমরা থানার কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সানারপাড় শিক্ষা কমপ্লেক্সে এসে শেষ হয়। এসময় সকলের পড়নে প্রতিষ্ঠা বার্ষিকীর টি শার্ট, হাতে প্লেকার্ড শোভা পাচ্ছিল। প্রত্যেকেই সেজে-গুজে তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে মেতে উঠেন।

পরে সকাল ১০টা থেকে শিক্ষা কমপ্লেক্সে শুরু হয় দিনব্যাপী পিঠা উৎসব। শীতকালীন বাঙালী ঐতিহ্যের নানান গ্রামীন পিঠার সমাহার দেখা যায় প্রতিটি স্টলে। এসময় ওই এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠে এবং উৎসবটি উপভোগ করেন। দুপুরের পর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করে।

সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গৌরবের ৫৫ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক কাজী মো: ইসলাম ও সদস্য সচিব সুমন মুন্নার সাবির্ক তত্ত্বধানে অনুষ্ঠিত আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বশিরুল হক, সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: জরিনা বেগম, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: তৈয়ব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া, বিএনপি নেতা কামাল হোসেন, আফজাল হোসেন ও আদিলুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন