নতুন ভোটকেন্দ্র না’গঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টার ভবন
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:৪৯, ১৪ জানুয়ারি ২০২৫

অবশেষে সাধারণ ভোটারদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর নির্বাচনের ভোট কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। নতুন ভোট কেন্দ্র নির্বাচিত করা হয়েছে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর নবনির্মিত কমিউনিটি সেন্টার ভবনকে। পুর্বের ভোট কেন্দ্র শহরের মিশনপাড়াস্থ হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ হবেনা।
অতএব আগামী ৩ ফেব্রুয়ারী সোমবার বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকল ভোটারবৃন্দকে ভোট প্রদানের জন্য ৯৫ বঙ্গবন্ধু রোডস্থ সারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর নির্মানাধীন কমিউনিটি সেন্টার ভবনে উপস্থিত থেকে ভোট প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
হোসিয়ারী সমিতির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭ইং) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক সবল ভোটারবৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনের ভোট গ্রহণের স্থান (ভোট কেন্দ্র) ৩১ নবাব সলিমুল্লাহ রোডস্থ ‘হোসিয়ারী কমিউনিটি সেন্টার’ নয়।
নির্বাচন বোর্ড কর্তৃক প্রকাশিত উক্ত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী প্রায় দুই তৃতীয়াংশেরও বেশী অর্থাৎ অধিকাংশ ভোটারদের হোসিয়ারী ব্যবসা প্রতিষ্ঠানসমূহ নয়ামাটি, লয়েল ট্যাংক রোড, এস,এম মালেহ রোড, রেলওয়ে মার্কেট, দেওভোগ মার্কেট ও বঙ্গবন্ধু সড়ক (উকিল পাড়া) সহ নিকটবর্তী এলাকায় অবস্থিত।
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ সদরের বঙ্গবন্ধু সড়ক, শহিদ সোহরাওয়াদী সড়ক ও নবাব সিরাজউদ্দৌলা সড়কসহ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেনের সংস্কার কাজ চলমান থাকার কারণে নারায়ণগঞ্জ শহরজুড়ে অসহনীয় তীব্র যানজটের সৃষ্টি হয়। এমতাবস্থায় দীর্ঘ যানজট অতিক্রম করে ৩১ নবাব সলিমুল্লাহ রোডছ 'হোসিয়ারী কমিউনিটি সেন্টার" ভবনে ভোট প্রদান করার উদ্দেশ্যে ভোটারদের যাতায়াত অত্যান্ত দুরুহ ও কষ্টসাধ্য হবে।
আগামী ৩ ফেব্রুয়ারী সোমবার বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকল ভোটারবৃন্দকে ভোট প্রদানের জন্য ৯৫ বঙ্গবন্ধু রোডস্থ সারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর নির্মানাধীন কমিউনিটি সেন্টার ভবনে উপস্থিত থেকে ভোট প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে।