নারায়ণগঞ্জ থেকে প্রাপ্ত শিক্ষার আলোকে

একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার মডেল তৈরি করা যেতে পারে

প্রকাশ: ২৩:৫৯, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ০১:০২, ১৬ মার্চ ২০২৫

একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার  মডেল তৈরি করা যেতে পারে

‘কম্প্যাশনেট নারায়ণগঞ্জ’ প্রকল্পের শিক্ষাগুলো উপস্থাপন করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) মহাখালী, ঢাকা’র ডিজিএইচএস-এর এনসিডিসি কনফারেন্স রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কম্প্যাশনেট নারায়ণগঞ্জ থেকে প্রাপ্ত শিক্ষা: বাংলাদেশে একটি সমন্বিত বয়স-সংবেদনশীল সহায়ক প্যালিয়েটিভ কেয়ার মডেল তৈরি করা" শীর্ষক এই অনুষ্ঠানে প্রকল্পের প্রভাব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ডিজিএইচএস-এর অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রাম, এয়াত এডুকেশন এবং বিএসএমএমইউ-এর সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ রিজওয়ানুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), ডিজিএইচএস। সভার সভাপতিত্ব করেন ডা. মোঃ নুরুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার-১, এনসিডিসি-ডিজিএইচএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ, সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ।

অনুষ্ঠানের শুরুতে ডা. সজীব রায়, উপ-প্রোগ্রাম ম্যানেজার, এনসিডিসি-ডিজিএইচএস, সবাইকে স্বাগত জানান। প্রকল্পের ফলাফল উপস্থাপন করেন বাস্তবায়নকারী দুই সংস্থার প্রতিনিধি—বিএসএমএমইউ-এর পক্ষ থেকে সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা কামাল চৌধুরী (আদিল) এবং এয়াত এডুকেশনের পক্ষ থেকে প্রোগ্রাম পরিচালক লায়লা করিম। তারা প্রকল্পের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর আলোকপাত করেন। "কম্প্যাশনেট নারায়ণগঞ্জের যাত্রা" শীর্ষক একটি ভিডিও প্রদর্শনীতে প্রকল্পটির বিভিন্ন অর্জন ও কমিউনিটি পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ার পরিষেবার একীভূতকরণের ভূমিকা তুলে ধরা হয়।

অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ার ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন। পরে একটি প্রাণবন্ত প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. এ. কে. এম. মতিউর রহমান ভূঁইয়া (চেয়ারম্যান, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, বিএসএমএমইউ), ডা. এ এফ এম মুশিউর রহমান (সিভিল সার্জন, নারায়ণগঞ্জ), মোঃ তৌহিদুল ইমরান চৌধুরী (প্রধান পরিচালন কর্মকর্তা, এয়াত এডুকেশন), ডা. ফাহিম আরিফ (রেসিডেন্ট মেডিক্যাল অফিসার, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), ডা. নাফিয়া ইসলাম (মেডিক্যাল অফিসার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

বক্তারা বলেন, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট অংশীদারদের অবশ্যই প্যালিয়েটিভ কেয়ারের জন্য একটি সুসংহত নীতিমালা, জাতীয় কৌশল এবং নির্দেশিকা প্রণয়নের দিকে অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানের শেষভাগে সভার সভাপতি ডা. মোঃ নুরুল কবির প্যালিয়েটিভ কেয়ার ক্ষেত্রে সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। লায়লা করিম, এয়াত এডুকেশনের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আরও পড়ুন