ঈদের ছুটি শেষে নাঃগঞ্জে ফিরছে কর্মব্যস্ত মানুষ
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ২১:৪১, ৫ এপ্রিল ২০২৫

শুক্রবার সকাল ১০ টা। পশ্চিম মাসদাইরের খানকা মোড়ে গাইবান্ধা বাসডিপোর সামনে অপেক্ষা করছিলেন কেরামত আলী সরকার। গ্রামের বাড়ি থেকে তাঁর পরিবারের সবাই নারায়ণগঞ্জে ফিরে আসার কথা। তার রওয়ানা হয়েছেন নির্দিষ্ট সময়ে। তবে পথিমধ্যে বাস খারাপ হওয়ায় আসতে বিলম্ব হচ্ছে। কেরামত আলীর মত আরো অনেককে এই বাসডিপোতে অপেক্ষা করতে দেখা গেল। ফেরত আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক।
ঈদের দীর্ঘ ছুটি শেষে নারায়ণগঞ্জ ও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। সরকারি কর্মজীবীরা এবারের ঈদে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ উপভোগ করেছেন। শনিবার (৫ এপ্রিল) সেই ছুটির আনুষ্ঠানিক ইতি ঘটেছে। আজ রবিবার (৬ এপ্রিল) থেকে নারায়ণগঞ্জ আবারও ফিরবে তার চিরচেনা কর্মচাঞ্চল্যে। তার জন্যই কর্মজীবী মানুষদের ঢাকা-নারায়ণগঞ্জ ফেরা।