আনন্দধাম কাব্যগ্রন্থ সম্মাননা পেলেন এনামুল হক প্রিন্স

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০০:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আনন্দধাম কাব্যগ্রন্থ সম্মাননা পেলেন এনামুল হক প্রিন্স

আনন্দধাম শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বাংলা সাহিত্য অবদানের জন্য আনন্দধাম কাব্যগ্রন্থ সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। ইডেন থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট, চাষাড়ায় ২৩ ফেব্রুয়ারি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অমর একুশে বইমেলায় লেখক এ এস এম এনামুল হক প্রিন্সের কাব্যগ্রন্থ “জোছনা ছুঁয়ে যায়” বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য “আনন্দধাম কাব্যগ্রন্থ সাহিত্য সম্মাননা ২০২৫” সংগঠনের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু সহ অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ক্রেষ্ট, ফুলের তোড়া, উত্তরীয়, সনদপত্র, ক্রোড়পত্র প্রদান করেন। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কবি, সাংবাদিক, সংগঠক, শিক্ষক, ব্যবসায়ী সহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান তানভির হায়দার খান, প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক, ছড়াকার, গীতিকার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি দুই বাংলার জনপ্রিয় লেখক দর্পন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মোঃ মারুফ, অগ্রণী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, আনন্দধাম সংগঠনের অতিরিক্ত ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, শ্যামল দত্ত, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমিন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খোকন গাজী, মোঃ শাহ আলম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দের মধ্যে আব্দুর রহমান বাচ্চু, অমর মন্ডল, এস এম ইলিয়াস মামুন, মোঃ মুজাহিদ, জাহাঙ্গীর ডালিম, আশরাফুল রোমান, রিহান, টুলি পাঠান, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, মুক্ত আওয়াজ নিউজ এক্সপ্রেস ফটো সাংবাদিক মাহাবুব আল ইসলাম সাদমান প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন