রওশন আনোয়ার ফাউ:র উদ্যোগে বন্দরে ইফতার বিতরণ

প্রকাশ: ০০:৩৯, ১৬ মার্চ ২০২৫

রওশন আনোয়ার ফাউ:র উদ্যোগে বন্দরে ইফতার বিতরণ

বন্দরের মুছাপুর ইউপির  মালিবাগ এলাকায় অবস্থিত রওশন আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। শুক্রবার রওশন আনোয়ার ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেনের  তত্ত্বাবধানে  প্রফেসর  শওকতের  পরিচালনায় রান্না করা খাবার বিতরণ করা হয়।

স্থানীয় ১৭টি মসজিদ ও ৩ টি মাদ্রাসা এতিম হাফেজ শিক্ষার্থী সহ  ৪০০ পরিবারের  মাঝে এ  ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়াও বন্দর ও সোনারগাঁও উপজেলার বেস কয়েকটি মসজিদের সৌন্দর্য বর্ধন, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং শিক্ষার্থীদের খাদ্য সহায়তা, স্থানীয় বেকার জনগোষ্ঠীকে ক্ষুদ্র ব্যবসায় আর্থিক সহায়তা, ধর্মীয় ও সামাজিক কাজে সহায়তা সহ  প্রতি বছর ঈদুল ফিতরে হাজারো অস্বচ্ছল, অসহায় ও গরিব দুস্থ পরিবারের মাঝে  খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ করে থাকেন।  আনোয়ার হোসেন প্রধানের ৪ ছেলে  ইমরুল কায়েস ইমন ও ফেরদৌস, মাসুদের বিদেশ থেকে পাঠানো অর্থায়নে বড় ভাই অধ্যাপক  শওকতের তথ্যবধানে   রওশন আনোয়ার ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সংগঠনের মাধ্যমে এবছরও চেষ্টা করা হবে  বলে জানিয়েছেন।  প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন