মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন- শাহ্ শরীফুন নেছা ফাউ: এর স্কুল ব্যাগ বিতরণ

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০০:৪৭, ১৬ মার্চ ২০২৫ | আপডেট: ০১:০৭, ১৬ মার্চ ২০২৫

মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন- শাহ্ শরীফুন নেছা ফাউ: এর স্কুল ব্যাগ বিতরণ

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মিনহাজুল ইসলাম।

শনিবার (১৫ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডে খুদে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও পোশাক বিতরণ এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের জন্মদিন ও তার মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। ১৭ বছর ধরে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

 এ আয়োজন করা হয়।

এসপি মিনহাজুল ইসলাম আরও বলেন, “পুলিশ তো সমাজেরই একটা অংশ। প্রত্যেকে মিলেই আমাদের সমাজ। শুধু পুলিশকে ভালো হলে চলবে না, সমাজের প্রত্যেককে ভালো হতে হবে। আমার কাজ আরেকজন এসে করে দিবে না। নিজের মধ্য তাড়না তৈরি হতে হবে। তখন অন্যরা অংশগ্রহণ করবে। সমাজের মানুষের জন্য কিছু করতে হলে খুব অর্থ-বিত্তের প্রয়োজন হয় না, ইচ্ছাশক্তিটা জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে তিনি বেশকিছু পরামর্শ তুলে ধরেন।

তিনি বলেন, “আশেপাশে সিসি ক্যামেরা লাগানো থাকলে দুষ্ট প্রকৃতির লোকেরা সহজে ক্রাইম করার সাহস পাবে না। এতে চুরি-ছিনতাই কমে আসবে। তাছাড়া, অপরাধীদের শনাক্ত করতেও তা সহযোগিতা করবে। এলাকার দুষ্ট প্রকৃতির লোকদের বিষয়ে আমাদের তথ্য দিবেন, তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে।”

দেশে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সকলকে সতর্কতা অবলম্বন করে চলাচলেরও পরামর্শ দেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, মাগুরায় একজন মেয়ে ধর্ষিত হয়ে মারা গিয়েছে। গত পরশুদিন আমাদের নারায়ণগঞ্জেও ধর্ষণের ঘটনা ঘটেছে। রূপগঞ্জে, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জেও ঘটেছে, যা একটা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে গেছে, নারী নির্যাতনও এমনভাবে ছড়িয়ে গেছে। শিশুদেরকে সাবধানে রাখবেন। যারা অপরাধমূলক কাজ করে তাদের বিষয়ে আমাদের খবর দিবেন।”

মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, আল্লামা ইকবাল রোড মসজিদ কমিটির সাধারন সম্পাদক মনসুর দেওয়ান, আল্লামা ইকবাল রোড হাউজিং সোসাইটির সভাপতি শাহ্ জামান রানা,

যুগ্ম সম্পাদক তানভীর আহমদ, গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহার, মঈনুদ্দিন আহমেদ মিঠু, মো. কামরুজ্জামান বাদশা, মনিরুজ্জামান রাজা।প্রমুখ।

আরও পড়ুন