আমরা নারায়ণগঞ্জবাসীর ইফতার মাহফিল

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০০:৫৪, ১৬ মার্চ ২০২৫

আমরা নারায়ণগঞ্জবাসীর ইফতার মাহফিল

প্রতি বৎসরের ন্যায় এবারো আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলাকে   বি’ শ্রেণীর জেলা থেকে বিশেষ শ্রেণীর জেলায় উন্নীতকরণের প্রত্যয়ে স্থানীয় সিনামন রেস্তোরায় শনিবার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম, উপদেষ্টা আলহাজ্ব এ ওয়াই এম হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, আইন বিষয়ক সম্পাদক এড. নবী হোসেন,  উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. এবি সিদ্দিক, সহ সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, যুগ্ম সম্পাদক হাজী মোঃ লোকমান আহম্মেদ, পপি রানী সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।

সকল বক্তাগণ নারায়ণগঞ্জ জেলাকে অবিলম্বে বিশেষ শ্রেণীর জেলায় উন্নীতকরণ সহ নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করার জোর দাবী জানান। এছাড়াও নারী ধর্ষন, হত্যা, ছিনতাই ইত্যাদি কঠোর হস্তে দমন এবং বিশুদ্ধ পানি, গ্যাস, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ভাবে সরবরাহের জোর দাবী জানান।

ইফতার মাহফিলে সংগঠনের প্রয়াত প্রধান উপদেষ্টা জনাব কুতুব উদ্দিন আকসির সহ সকল প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত ও জান্নাত বাস কামনা করে আল্লাহ্ পাকের দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগর শাখা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন