নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের ইফতার অনুষ্ঠিত

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০১:২৯, ১৯ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের ইফতার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. মো. ওয়ালী উল্লাহ। তিনি বলেন, "রমজান কুরআন নাযিলের মাস। এর তাৎপর্য আমাদের অনুধাবন করতে হবে। কুরআনের অনুশীলন করার জন্য সিয়াম সাধনা করতে হবে। নিজেদের আত্মশুদ্ধির জন্য এ মাসকে নির্ধারণ করতে হবে।"

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইসলামিক সোসাইটির মাওলানা মঈনুদ্দিন আহমদ। তিনি বলেন, "আমরা এমন একটি পেশায় আছি যেখানে মানুষের জীবন-মরণ নিয়ে কাজ করি। এই পেশার মাধ্যমে তাকওয়া অনুশীলন করতে পারলে আল্লাহর নৈকট্য লাভের উপায় হতে পারে। তবে যদি রোগীর কল্যাণের পরিবর্তে নিজেদের পকেটের চিন্তা করি, তাহলে তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে।

নারায়ণগঞ্জ জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. আলী আশরাফ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আফম মশিউর রহমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন, সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার এবং ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন