ভালো সেন্ট্রাল’র উদ্যোগে নিতাইগঞ্জে শ্রমজীবীদের মাঝে খাবার বিতরণ

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ১৯:১৯, ২ ডিসেম্বর ২০২৪

ভালো সেন্ট্রাল’র উদ্যোগে নিতাইগঞ্জে শ্রমজীবীদের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জ শহরের শ্রমিক অধ্যুষিত নিতাইগঞ্জ এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ভালো সেন্ট্রাল। সোমবার দুপুরে নিতাইগঞ্জ এলাকায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ শ্রমিকের হাতে খাবার তুলে দেন ভালো সেন্ট্রালের পরিচালক মো: মোখলেছুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন- ইদ্রিস আলী, হাজী সেলিম, মেহেদী হাসান মাসুদ, নাজমুল হাসান সজীব, মাসুদ চৌধুরী প্রমূখ।

খাবার পেয়ে খুশী নিতাইগঞ্জ এলাকার শ্রমিকরা। তারা বলেন, সপ্তাহে ৩দিন আমাদের দুপুরের খাবার দেয়া হয় ভালো সেন্ট্রাল থেকে। প্রবাসী শাহরিয়ার ভাই আমাদের জন্য এ খাবারের ব্যবস্থা করে থাকেন। আমরা তার দীর্ঘ ও নেক হায়াত কামনা করি। তারমতো করে যদি সবাই গরিবদের কথা ভাবতো তাহলে অনেক উপকার হতো।

ভালো সেন্ট্রালের পরিচালক মো: মোখলেছুর রহমান জানান, আমরা গত দুই বছর ধরে প্রবাসী শাহরিয়ার রহমানের উদ্যোগে গঠন করা এই সেবা মূলক প্রতিষ্ঠান থেকে শ্রমজীবী মানুষের জন্য খাবার, তাদের চুল কাটা ও সেভ করা সহ নানা কর্মসূচি হাতে নিয়েছি। এছাড়াও শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য মিনি হাসপাতালের ব্যবস্থা করা হচ্ছে। যেখান থেকে শ্রমিকরা বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসা সেবা নিতে পারবেন।

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন