আগামী ১ ফাল্গুন শুক্রবার সুলতানুল আউলিয়া শাহ সূফী হাফেজ হযরত হাসান খলিল শাহ্ চিশতী (রঃ) এর ৫৩ তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে, পবিত্র দরবার শরীফ পরিচালনা কমিটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় ১১, দক্ষিণ লক্ষণখোলা, নাসিক ২৫নং ওয়ার্ডে ১৯৭২ সালে স্থাপিত হাফেজ হযরত হাসান খলিল শাহ্ চিশতী (রঃ) এর দরবার শরীফে ৪ দিন ব্যাপি বিস্তারিত অনুষ্ঠান মালার উদ্বোধন করা হয়েছে।