সিদ্ধিরগঞ্জে পাড়া-মহল্লায় নির্বিঘ্নে বিক্রি হচ্ছে মাদক
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২১:১৮, ২০ ডিসেম্বর ২০২৪
সিদ্ধিরগঞ্জে পাড়া-মহল্লায় বিভিন্ন কৌশলে নির্বিঘ্নে বিক্রি হচ্ছে ফেন্সি, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মরন নেশা মাদক দ্রব্য। সেই সাথে পাড়া-মহল্লায় বেড়েই চলছে মাদক ব্যবসায়ীদের দাপট।
মাদক ব্যবসায়ীদের উৎপাতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ধ্বংসের মূখে পতিত হচ্ছে তরুণ যুবসমাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অবাধে মাদকের ছড়াছড়ির ফলে এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ কর্মকান্ড বেড়েই চলছে।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ী রহমত নগর এলাকার একাধীক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন, আলামিন নগর এলাকার সবুজ, জাহদি, মিশু ও মাসুম, শিমরাইল টেকপাড়া এলাকার কথিত সোর্স একাধীক মামলার আসামি ইলিয়াস ওরফে ফেন্সি ইলিয়াস‘সহ ১৫ থেকে ২০ জনের মাদক বেচাকেনায় গড়ে তুলেছে বিশাল একটি সিন্ডিকেট।
এছাড়াও নামে বেনামে আরো অনেকেই রয়েছে মাদকের ডিলার। রয়েছে ধোরা ছোয়ার বাইরে। এদের ভয়ে সাধারন মানুষ কেউ প্রতিবাদ করারও সাহস পায়না। এরফলে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা।
স্থানীয় সূত্রে জানাগেছে, পাড়া-মহল্লায় টহল পুলিশের কার্যক্রম কম থাকার সুযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে ওঠে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। তারা সকলেই বিগত সময়ে গ্রেপ্তার হয়ে জেল খেটে জামিনে বেরিয়ে ফের শুরু করে এই মাদক ব্যবসা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই এসব এলাকাসহ বিভিন্ন স্পটে চিহ্নিত মাদক কারবারিরা দিনে দুপুরে অবাধে মাদক বিক্রি করছে। একাধিকবার প্রশাসনের হাতে গ্রেপ্তারের পরও মাদক বিক্রির দৌরাত্ম কোনো কিছুতেই কমছে না।
নাম না প্রকাশের শর্তে এলাকার বাসিন্দারা জানান, এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা রয়েছে বহাল তবিয়তে। ধ্বংস হচ্ছে উঠতি বয়সি তরুণ-তরুণীরা। গড়ে উঠছে ছোট-বড় কিশোর গ্যাং। অভিভাবক মহল রয়েছে চরম বিপাকে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে অনেকে চুরি-ছিনতাই সহ করছে বিভিন্ন অপরাধ।
মোবাইল, টাকাসহ দামি দামি জিনিষপত্র ঘর থেকে অভিনব কায়দায় চুরি করে নিয়ে যায়। সন্ধা হলেই মাদকসেবীর অত্যাচারে নিরাপদে রাস্তা দিয়ে একা চলাফেরাটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। হাতে থাকা মোবাইল, ব্যাগ মুহুর্তেই ছোঁ মেরে টান দিয়েই দৌড়। আবার অনেক সময় ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে সব কিছু কেড়ে নেয় ওরা। ডাক চিৎকার করলেও এদের প্রতিরোধ করতে কেউ এগিয়ে আসেনা।
স্থানীয়রা বলছেন, এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজ ধ্বংস হয়ে যাবে। মাদক সিন্ডিকেট শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তা না হলে সমাজে এই মাদকের ভয়াল থাবা থেকে কেউই নিরাপদ নয়।
মাদক ব্যবসায়ীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। রাস্তা দিয়ে চলা ফেরা করলেই দেখা যায় প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। মাদকের ভয়াবহতায় সামাজিক অবক্ষয় থেকে পরিত্রান পাওয়ার জন্য যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।