সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য আটক, ট্রাক উদ্ধার
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২২:৫৩, ৫ জানুয়ারি ২০২৫
সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মানিকগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-৮২৯৬) উদ্ধার এবং অন্যান্য গাড়ির কিছু যন্ত্রাংশ আলামত হিসেবে জব্দ করা হয়। রোববার (৫ জানুয়ারি) বেলা ১২টায় জালকুড়ি খিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ধোপাপট্টি জামতলা এলাকার মৃত হাফিজের ছেলে ফয়সাল, আমানুল্লাহর ছেলে মো. মাসুদ, মৃত আলী আকবরের ছেলে আরিফ, চাষাড়া কলেজরোড এলাকার আব্দুস সাত্তার খানের ছেলে মাসুদ খান ও পঞ্চবটি আমতলা এলাকার আব্দুল খালেকের ছেলে মো. মনির হোসেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) আমিরুল জানান, উদ্ধার হওয়া ট্রাকটির মালিক ৯৯৯ এ ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আসামীরা ট্রাকটির বিভিন্ন পার্টস কাটছিল এবং যন্ত্রাংশগুলো খুলছিল। পরে আমরা তাদেরকে হাতেনাতে আটক করি এবং ট্রাকটি উদ্ধার করে আটককৃতদের সহ থানায় নিয়ে আসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা সপ্তাহ খানেক আগে নজরুল ভূইয়া ও হাফিজ মিয়া নামে দুজন ব্যক্তির কাছ থেকে স্ক্র্যাবের ব্যবসা করার কথা বলে একটি জায়গা ভাড়া নেয়। সেখানে চারপাশে টিন দিয়ে বেড়া দিয়ে ভেতরে বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি এনে কেটে গাড়ির সকল পার্টস এবং যন্ত্রাংশ আলাদা করে স্ক্র্যাব হিসেবে বিক্রি করে দিতো।
উদ্ধার হওয়া ট্রাকের মালিক কাজী ইমরুজ মোস্তফা বলেন, গতকাল রাতে আমার ট্রাকটি মানিকগঞ্জের সিঙ্গাইর থানাধীন মাধবপুর এলাকা থেকে আটককৃতরা চুরি করে এখানে নিয়ে আসে। আমার গাড়িতে জিপিএস লাগানো ছিলো।
যার মাধ্যমে আমি লোকেশন ট্রেস করে জানতে পারি গাড়িটি জালকুড়ি এলাকায় আছে। পরে আমি ৯৯৯ এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে আমার গাড়িটি উদ্ধার করে।