ফ্যাক্টরির ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবী
রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে অগ্নিকান্ড
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:৪৮, ১৯ জানুয়ারি ২০২৫

আল রাজি স্পিনিং মিলে অগ্নিকান্ড
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, কারখানাটিতে ডে শিফটে সেটে দুই শত শ্রমিক কাজ করছিল। ফিনিশিং সেকশনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আল রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম বলেন, কাজ চলাকালীন সময়ে সকাল ১১ টার দিকে ফিনিশিং সেকশনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তুলা, সুতা, টিন, সিলিং মেশিনের মেকানিক্যাল ও ইলেকট্রিক পার্টসসহ ভেতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ফ্যাক্টরির ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন।
এরআগে গত ৯ জানুয়ারি এ প্রতিষ্ঠানে কাজ চলাকালীন রানিং মেশিনের মেটালিক ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
কাচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে এগারোটার দিকে আমরা পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।