হরিপুর বাজারে দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
শাহজালাল শুভ’র রুহের মাগফিরাত কামনা
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:৫২, ২৬ জানুয়ারি ২০২৫

মরহুম শাহজালাল শুভ'র রুহের মাগফিরাত কামনায় নাসিক ২৭ নং ওয়ার্ড হরিপুর বাজার এলাকায় ৬ষ্ঠ তম দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী বালু মনিরের উদ্যোগে নিজ বাড়ির সামনে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সমাপনি দিনে গাজী মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন হযরত মাওলানা গাজী সেলাইমান আল কাদের, বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করেন মাওলানা উবাইদুল হক মাজহারী ও মাওলানা মুফতি ওমর খৈয়াম ফারুকী। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বিএমএফ ডালিম। মো. রুহুল আমিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মো. আরাফ আহম্মদ, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নূরুজ্জামান মোল্লা, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা কাইয়ুম, সানাউল্লাহ প্রমুখ।