লক্ষণখোলায় ১ ফাল্গুন খলিল শাহ্ এর ৫৩তম ওরশ
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ২৩:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২৩:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আগামী ১ ফাল্গুন শুক্রবার সুলতানুল আউলিয়া শাহ সূফী হাফেজ হযরত হাসান খলিল শাহ্ চিশতী (রঃ) এর ৫৩ তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে, পবিত্র দরবার শরীফ পরিচালনা কমিটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় ১১, দক্ষিণ লক্ষণখোলা, নাসিক ২৫নং ওয়ার্ডে ১৯৭২ সালে স্থাপিত হাফেজ হযরত হাসান খলিল শাহ্ চিশতী (রঃ) এর দরবার শরীফে ৪ দিন ব্যাপি বিস্তারিত অনুষ্ঠান মালার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল ৮টা থেকে পাক দরবার শরীফ ধৌত ও পরিষ্কার পরিচ্ছন্ন করা, গিলাপ প্রদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং পবিত্র কোরআন খতম শুরু। বাদ যোহর মিলাদ মাহফিল দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন পবিত্র কোরআন খতম শেষে দোয়া ও আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় দিন পবিত্র কোরআন খতম শেষে দোয়া, আগামী ১ ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি রোজ- শুক্রবার পবিত্র কোরআন খতম ও বাদ এশা পবিত্র দরবার শরীফ প্রাঙ্গনে মিলাদ মাহফিল, হালকায়ে জিকির ও আখেরী মোনাজাত এবং তবারক বিতরণ। গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফর উল্লাহ সাউদ, অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের মোতওয়াল্লী ও হাফেজ হযরত হাসান খলিল শাহ্ চিশতী (রঃ) এর আপন ভাতিজা হযরত দেলোয়ার হেসেন শাহ্ ইবরানী, উপদেষ্টা মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ মোঃ শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি হযরত মাওলানা হাজী মোঃ আতিকুল্লাহ, সাধারণ সম্পাদক সাংবাদিক এম. আখতার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব বাবুল, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মাহাবুব এলাহি শ্যামল, সহ-কোষাধ্যক্ষ মোঃ শাহ্ আলী সহ অন্যান্য ভক্তবৃন্দ।