চাঁদাবাজির প্রতিবাদে চাঁনমারি উত্তরবঙ্গ কাউন্টার মালিকদের মানববন্দন
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ১৮:১২, ২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৮:১২, ২ ডিসেম্বর ২০২৪
নারায়ণগঞ্জ শহর সংলগ্ন ফতুল্লার চাঁনমারিস্থ উত্তরবঙ্গ কাউন্টার চাঁদাবাজি বন্ধের প্রতিবাদ ও চাঁদাবাজ মজিবর রহমান বাহিনীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কাউন্টার মালিক বৃন্দ। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্যে কাউন্টার মালিকেরা বলেন, চাঁদাবাজ মুজিবুর রহমানের নেতৃত্বে চাঁদাবাজ মোক্তার, রাজু, সজল, ছোট মজিবর, জালাল, শহীদ, আলামিন ও রফিকদের চাঁদাবাজির অত্যাচারে চানমারি উত্তরবঙ্গ কাউন্টার মালিকেরা অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বিভিন্ন সময় আমাদের কাছ থেকে এসে চাঁদা দাবি করছে আমরা যদি চাঁদা দিতে রাজি না হলে তারা আমাদের উপরে হামলা চালাচ্ছে। গত ৫ই আগস্ট এর আওয়ামী লীগের পতন ঘটলে তারা চাঁদাবাজির মাত্রা আরো বাড়িয়ে দেয়।
তারা আরও বলেন, গত শুক্রবারে তারা আমাদের উপর হামলা ছাড়া এবং আবুল হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে তারা উঠিয়ে নিয়ে যায়। এরপর আমরা ফতুল্লা থানাকে অবগত করলে তারা রাতে বেশ কয়েকজনকে আটক করে এবং পরে তারা মাদক মামলা দিয়ে বিষয়টিকে ধামাকা দেওয়ার চেষ্টা করে।
আমরা ইতিমধ্যে ফতুল্লা থানা চারটি অভিযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু তারা আমাদের মামলার কোন একটিও আমলে নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে আইনি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ফতুল্লা থানার ওসির অপসারণের জোর দাবি জানাচ্ছি এবং পাশাপাশি এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন কাউন্টার মালিক মো. সৌরভ, সোহেল মিয়া, রানা মিয়া, আমিনুল ইসলামসহ অন্যান্য কাউন্টার মালিকবৃন্দ।