বন্দরে তারুণ্যের উৎসব পালিত

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে তারুণ্যের উৎসব পালিত

বন্দরে তারুণ্যের  উৎসব ২০২৫  উপলক্ষে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কামতাল মালিভিটা নুরুন আলানুর এছাহাকিয় হোসনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ধামগড় ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক  পিপি ও  নারায়ণগঞ্জ  বিএনপির যুগ্ম আহবায়ক  এড. বিল্লাল হোসেন, বন্দর উপজেলা  জামায়াতে  ইসলামী  আমীর খোরশেদ আলম ফারুকী, জামায়াতে ইসলামী সদস্য সালাউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সহ সভাপতি মো. ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আমির হামজা, উদ্বোধক ছিলেন মদনপুর আর.কে হাসপাতালের  চেয়ারম্যান ও এমডি  নুরুল আলী মমিন,  বিশিষ্ট সমাজ সেবিকা মুন্নী আক্তার ও সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মনজুরুল হক ভূঁইয়া, মানবজমিন পত্রিকার সাংবাদিক নুরুজ্জামান মোল্লা। 

অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন   অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ছাত্তার, প্রতিষ্ঠাতা কুদরত আলী মাস্টার।  অনুষ্ঠানে শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ৷

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন