বন্দরে পার্কে সন্ত্রাসী হামলা
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে ফ্রি প্রবেশ করতে না দেয়ায় গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে হামলা চালায় সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে সাবদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের কোপে পার্কের মালিক ইলিয়াস হোসেন মিন্টু (৪৭) রিয়াদ (৩১) সৌরভ (৩১) ও ইমরান (২৮) নামে ৪ জন আহত হয়েছেন। এ সময় ক্যাশবাক্স থেকে নগদ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় রেষ্টুরেন্ট মালিক আক্রামুজ্জামান মুন্না বাদী হয়ে অয়ন ওসমানের সহযোগী নিহাদ ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
জানাগেছে, বন্দর উপজেলার আদমপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে নিহাদসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দীর্ঘ দিন ধরে গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে আসতেন । টাকা চাইলে উল্টো বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতেন।