সোনারগাঁয়ে দুই বন্ধু নিহত

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০১:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে দুই বন্ধু নিহত

বেড়াতে গিয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ দূর্ঘটনা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ। নিহতরা হলেন- ঢাকার নন্দীপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কামরুজ্জামান টুটুল (৪১) ও একই এলাকার ফিনল্যান্ড প্রবাসী মো. হাবিব (৩৯)৷

নিহতদের পরিবারের সদস্যদের বরাতে ওসি ওয়াহিদ বলেন, টুটুল ও হাবিব দুই বন্ধু। তারা মোটরসাইকেলে করে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) ও পানাম নগরে যান।

ঘোরাফেরা শেষে রাতে বাড়ি ফেরার পথে টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

ঘটনার পর বাসসহ চালক পালিয়ে গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, গাড়িটি শনাক্ত করতে পুলিশ কাজ করছেন।

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন