ফতুল্লায় ঝাড়ু মিছিল

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০১:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় ঝাড়ু মিছিল

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর-কাঠেরপুলে মাদক, সন্ত্রাস ও নিরীহ মানুষের উপর নানা অত্যাচারের অভিযোগ উঠেছে মারুফ নামক এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে কাস্টমস কর্মকর্তা মারুফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে কাঠেরপুল, কুতুবআইল, সস্তাপুর সহ আশপাশ এলাকাবাসী। তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মানববন্ধন ও কাঠেরপুল এলাকায় মারুফের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। অভিযুক্ত মারুফ ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার অবসরপ্রাপ্ত  কাষ্টমস ড্রাইভার  জামাল মিয়ার পুত্র। বর্তমানে সে সাভার ইপিজেডে কর্মরত রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা  মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হবুল,স্থানীয় পঞ্চায়েত কমিটির আহবায়ক মো.  গোলজার হোসেন,সদস্য সচিব মো.  আব্দুল মোনায়েম,  মো.  ফারুক হোসেন,  মোঃ সেলিম রেজা, সদস্য পঞ্চায়েত কমিটি, ডা.  মো. ওলি আহমেদ,  মো.  মজিবর হোসেন, নবী হোসেন, মো. ইউনুস মিয়া ও মোঃ বাদল কাজিসহ প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন