মসজিদ কমিটির সভাপতি পদেও মধু !

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০০:৫৩, ১ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:০৭, ১ মার্চ ২০২৫

মসজিদ কমিটির সভাপতি পদেও মধু !

মসজিদ কমিটির সভাপতি পদটিও দখল করা চাই। এবার রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে অংকন নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী মোল্লা ও তার লোকজন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত অংকন উপজেলার ভুলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মিঠাবো এলাকায় মিঠাবো জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হতে গত ৩ সপ্তাহ ধরে আগের কমিটির লোকজনকে জোরপূর্বক বল প্রয়োগ করে আসছিল ঐ এলাকার শুক্কুর আলী মোল্লা নামের উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল। এদিকে গত শুক্রবার জুমার নামাযের পর নিজেকে সভাপতি হিসেবে ঘোষনা দেন শুক্কুর আলী মোল্লা। এনিয়ে শুক্কুর আলী মোল্লা ও তার লোকজনের সাথে সমাজের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন