মসজিদ কমিটির সভাপতি পদেও মধু !
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:৫৩, ১ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:০৭, ১ মার্চ ২০২৫

মসজিদ কমিটির সভাপতি পদটিও দখল করা চাই। এবার রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে অংকন নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী মোল্লা ও তার লোকজন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত অংকন উপজেলার ভুলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মিঠাবো এলাকায় মিঠাবো জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হতে গত ৩ সপ্তাহ ধরে আগের কমিটির লোকজনকে জোরপূর্বক বল প্রয়োগ করে আসছিল ঐ এলাকার শুক্কুর আলী মোল্লা নামের উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল। এদিকে গত শুক্রবার জুমার নামাযের পর নিজেকে সভাপতি হিসেবে ঘোষনা দেন শুক্কুর আলী মোল্লা। এনিয়ে শুক্কুর আলী মোল্লা ও তার লোকজনের সাথে সমাজের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়।