বন্দরে কমিউনিটি ক্লিনিকে চুরি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:৫৮, ২ মার্চ ২০২৫

বন্দরে কমিউনিটি ক্লিনিকে চুরি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

বন্দরে এক সরকারি  কমিউনিটি ক্লিনিকের ৬টি জানালার থাই গ্লাস খুলে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।  গত ২৬ ফেব্রুয়ারি রাতে নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে।  জানালার থাই গ্লাস না থাকায় ঝুঁকিতে রয়েছে মূল্যবান সরকারি ঔষধ সহ ভেতরের আসবাবপত্র।

এ ঘটনায়  সিএইচসিপি বিলকিস বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি গত ৪ দিন অতিবাহিত হলেও পুলিশের সহায়তা পাচ্ছে না বলে  ক্লিনিক কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অভিযোগ।

ক্লিনিকের সভাপতি সাইদুর রহমান সানোয়ার জানান,  গত ২৬ ফেব্রুয়ারি রাতে ক্লিনিকের ৬ টি জানালার ১২টি  থাই গ্লাস খুলে চুরি করে নিয়ে যাওয়ার পরদিন পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠানের সিসি ফুটেজে দেখা যায় দুইজন ব্যক্তি জানালার থাই গ্লাস নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করলেও গত ৫ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ।  তবে তদন্তকারি অফিসার ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই মফিজের যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে আসবেন জানান।  

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন