বন্দরে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় দোয়া

বাংলাদেশে ভারতের আগ্রাসন আমরা মেনে নেবো না : মিঠু

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ২২:০৭, ৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে ভারতের আগ্রাসন আমরা মেনে নেবো না : মিঠু

‘ভারতের আগ্রাসনকে আমরা মেনে নেবো না’ উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেছেন, যারা আমাদের ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগকে সহযোগীতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ভারতে মাটিতে বসে শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্র করছে, আমরা এসব ষড়যন্ত্র প্রতিরোধ করবো। ভারতের আগ্রাসনকে আমরা মেনে নেবো না। এ আগ্রাসনের বিরুদ্ধেও আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকালে বন্দর আকিজ কারখানা গেট সংলগ্ন এলাকায় এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দর ২৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে মিঠু আরও বলেন, আপনারা জানেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহকার তারেক রহমান বলেছেন ঐক্যের বিকল্প নেই। আমরা এখনও ক্ষমতায় আসি নি। আমাদের এখন প্রধান কাজ মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভালো ভালো কাজগুলো তোলে ধরা। জনগণের পাশে থেকে তাদের সেবা করে বিএনপির ভাবমুর্তি উজ্জল রাখা। যাতে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন।

তিনি বলেন, আমার রাজনীতির শিক্ষাগুরু জাকির খান বলেছেন বন্দরের মাটি বিএনপির ঘাটি। এ ঘাটিকে শক্তিশালী করেছেন জনগণ। জনগণ হলো সকল ক্ষমতার উৎস। যতই ষড়যন্ত্র করা হোক, এ জনগণই সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করবে। আমরা জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবো। কোন সন্ত্রাস, মাদক সম্রাট এ বন্দরের মাটিতে ঠাঁই হবেনা।

প্রধান অতিথির বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খিচুরি বিতরণ করা হয়।

২৩নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর শেঠের সভাপতিত্বে ও ২৩নং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন খোকন ও মহানগর মৎস্যজীবী দল নেতা মো: আসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো: আল  আমিন, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি ইমরান খান, মো: তানজীল, মো: মামুন, মো: শরীফ, মো: মানিক, মো: পাবেল, সুমন, হানিফ, শাহা, বিল্লাল, রিপন, নূরু, শহীদ, মনির, মহিউদ্দিন, মো: লিটন, আলম, টিটু, মনা, বাবু প্রমূখ।

 

আরও পড়ুন