আড়াইহাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২২:৩৫, ৭ ডিসেম্বর ২০২৪
আড়াইহাজারে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘আলোর পথে সংগঠনটি’। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার দুপ্তারা এলাকায় শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: মাসুম মিয়া। সভাপতিত্বের বক্তব্যে বলেন, আলোর পথে সংগঠন একটি সামাজিক সংগঠন। মানুষের সেবায় আমরা এই বানী কে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সভাপতি হারুনর রশীদ, সহ সভাপতি সামসুল আলম ছিদ্দিক, মো. রতন মিয়া, মো. জসিম মিয়া, আল আমিন মিয়া, সবুজ মিয়া প্রমুখ।