আড়াইহাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ২৩:০৪, ৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২৩:০৫, ৭ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 আড়াইহাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহসিন (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগাইহাজারের দুপ্তারায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহসিন আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. মহসিন সিআর মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) সকালে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন