সোনারগাঁয়ে বিএনপি নেতার হামলায় ছাত্রদল নেতা আহত
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২৩:৫৫, ৮ ডিসেম্বর ২০২৪
সোনারগাঁয়ে ইউনিয়ন যুবদলের রাজনৈতিক সমাবেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জেরে ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ উঠেছে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি আনিস আহমেদ এর বিরুদ্ধে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর টিটিরবাড়ি স্ট্যান্ডে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
আহত ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া লাদুরচর গ্রামের নুরুল হক ভূঁইয়ার ছেলে। আহত বায়েজিদ ভূঁইয়ার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর টিটিরবাড়ি স্ট্যান্ডে ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি আনিস আহমেদ এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী লোহার রড ও হকিস্টিক দিয়ে তার ওপর হামলা চালায়।
এসময় ছাত্রদল নেতা বায়েজিদ ভূঁইয়াকে জখম করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে জানা যায়, হামলাকারী আনিস আহমেদ নব্য বিএনপি নেতা। স্বৈরাচার হাসিনা সরকার এর আমলে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। স্থানীয় আওয়ামীলীগ নেতারা আনিস কে তার সন্ত্রাসী বাহিনীর কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতো। আওয়ামীলীগ নেতা দর্পন, জহিরুল মেম্বার, শফিকুল মাস্টার বাহিনীর সকল সন্ত্রাসী কার্যক্রমের নিয়ন্ত্রক ছিলেন আনিস আহমেদ।
সন্ত্রাসী হামলার ব্যপারে জানতে চাইলে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান বলেন ঘটনা শুনে আহত বায়জিদ এর সাথে যোগাযোগ করেছি, হামলাকারী আনিস আহমেদ অনুপ্রবেশকারী কিনা জানতে চাইলে কৌশলে এরিয়ে জান তিনি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ আব্দুল বারী বলেন, ছাত্রদল নেতার সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা ও বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।