সিদ্ধিরগঞ্জে মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে রাতভর এলাকাবাসীর পাহারা

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ১২:৩৬, ১৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১২:৩৬, ১৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে রাতভর এলাকাবাসীর পাহারা

সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরে ছিচকে চোর, ছিনতাইকারী ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল ও জনসচেতনতা সভা শেষে শুক্রবার রাতভর এলাকাবাসীর পাহারা দিচ্ছে।

এলাকাবাসীর পক্ষে বাইতুল মোয়াজ্জম জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শাজাহান বলেন, গত ৫ আগষ্টের স্বৈরাচারী সরকার পতনের পর পাঠানটুলি, আইলপাড়া, দক্ষিন এনায়েতনগর এলাকায় ছিচকে চোর, ছিনতাইকারী, ও মাদক সন্ত্রাসীদের উৎপাত বেড়ে যায়।

এতে করে গার্মেন্টস শিল্প এলাকার শ্রমিকরা ভয়ে আতঙ্কে দিনপার করছেন। এছাড়া প্রতিদিনই ছোট বড় চুরি, ছিনতাই ঘটছেই। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত  করলে তাৎক্ষণিক ভাবে হায় হ্যালো বললেও কার্যক্রমে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ।

ইয়ুথ ফোরামের পক্ষ থেকে আবদুর রহিম মাস্টার বলেন, বর্তমান যুব সমাজটাকে ধংস করছে এই মাদক আমরা তিন ধাপে সারারাত পাহারা দিয়ে থাকি। প্রশাসনের কাছে অনুরোধ আপনারা অতিদ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন।

এময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক নাজিম উদ্দিন, সমাজ সেবক মনিরুজ্জামান মনির মাষ্টার, সমাজ সেবক মো বিল্লাল মীর, সমাজ সেবক হাজী মো সফর আলী মিয়া, সমাজ সেবক আশরাফুল ইসলাম, ইয়ুথ ফোরাম আবদুল কাদির, ইয়ুথ ফোরাম আবুল কালাম আজাদ ইয়ুথ ফোরাম আবদুল রহিম, ইয়ুথ ফোরাম কাজী মনিরুল ইসলাম, আলাউদ্দিন মাস্টার প্রমূখ।

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন