নাসিক’র সাবেক কাউন্সিলর সিরাজ সমাজচ্যুত !

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ১৪:০৭, ১১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:১৪, ১১ জানুয়ারি ২০২৫

নাসিক’র সাবেক কাউন্সিলর সিরাজ সমাজচ্যুত !

বন্দরে মসজিদের ঈমামকে লাঞ্ছিত অর্থের বিনিময়ে বিচার সালিশ ও এলাকায় বিশৃংখলা সৃষ্টির অভিযোগে নাসিক ২৭ নং ওয়ার্ড  সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামকে সমাজচ্যুত করেছে সমাজবাসী।শুক্রবার কুড়িপাড়া খোদাইবাড়ি জামে মসজিদে  জুমার নামাজের প্রাক্কালে এ ঘোষণা দিয়ে সমাজচ্যুত ও বয়কটের ঘোষণা করেন মুসুল্লী ও এলাকাবাসী। এসময় দেড় সহস্রাধিক মুসুল্লী এ সময় উপস্থিত ছিলেন।

খোদাইবাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট শাহ মাজহারুল হক মাজহার, সাবেক সভাপতি আবদুল কাইয়ুম, যুবদল নেতা মিজানুর রহমান, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, গাজী আউয়াল, মনিরুজ্জামান পায়েল, হাজী মতিউর রহমান, কামাল হোসেন প্রমুখ।

এলাকাবাসী জানান, বিতর্কিত বক্তব্যের কারণে প্রায় তিন মাস আগে কুড়িপাড়া খোদাইবাড়ি জামে মসজিদের ঈমাম মাওলানা নূরে সামদানিকে ঈমামের পদ থেকে অপসারণ করছেন মসজিদ কমিটি। তারপর মাওলানা ওমর ফারুক হেলালীকে ঈমাম ও খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।  বহিস্কৃত নূরে সামদানি নাসিক ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামের পছন্দের লোক হওয়ায় তিনি এতে ক্ষুব্দ হন। এ নিয়ে গত এক মাস ধরে সমাজের বিশৃংখলার চেষ্টা করছেন কাউন্সিলর সিরাজ।  এ ছাড়া তিনি অর্থের বিনিময়ে বিচার সালিশ করেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। গতকাল শুক্রবার  সিরাজুল ইসলামকে সমাজচ্যুত করে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেন তারা।

অ্যাডভোকেট শাহ মাজহারুল হক মাজহার বলেন, বর্তমান ঈমাম অত্যান্ত ভাল ও শিক্ষিত মানুষ। কিন্তু  তাকে  তাড়াতে কাউন্সিলর সিরাজ উঠে পড়ে লেগেছেন। কোন কারণ ছাড়াই তিনি ঈমামকে বেশ কয়েক দিন রাস্তায় অপমান অপদস্ত করেন।

এলাকায় বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চলছে।  তিনি সমাজটাকে বিভক্ত করতে চাইছেন। আমরা শান্তি প্রিয় মুসলমান বিভক্ত হবনা।

এ ব্যাপারে নাসিক সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, সমাজের বিশৃংখলা সৃষ্টির অভিযোগ সত্য নয়। আমাকে সমাজচ্যুত করা হয়েছে এটা আমি মানিনা। এড. মাজহার আমাকে সমাজচ্যুত করার কে? একদল ভন্ড আমার পিছনে লেগেছে। বর্তমান ইমামও একজন ভন্ড। আমি তাকে জিজ্ঞাসা করেছি অপমান করিনি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন