আজ আসছেন ডা. শফিকুর রহমান

নাঃগঞ্জে শক্তির পরীক্ষায় জামায়াত

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২৩:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

নাঃগঞ্জে শক্তির পরীক্ষায় জামায়াত

প্রায় দেড়যুগ পর রাজনীতির সূকতকাগার খ্যাত প্রাচ্যেরডান্ডি নারায়ণগঞ্জ জেলায় প্রকাশ্যে শোডাউন করছে জামায়াতে ইসলাম। নারায়ণগঞ্জে জামায়াত এই বিশাল শোডাউনের মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দিতে চাইছে| দলীয় একটি সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ থেকেই জনসমাবেশ শুরু করেছে জামায়াত। এ যাবত দলটি এই জেলাতে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে বাধ্য হয়েছে। হামলা-মামলায় জর্জরিত জামায়াত নেতারা ঠিকমত বাড়ি ঘরে থাকতে পারেনি। দলের পদবীগত এলাকা পরিবর্তন করেও গ্রেফতার এড়াতে পারেনি। নারায়ণগঞ্জ জেলার জামায়াত নেতারা পদ-পদবীতে ছিল ঢাকার নেতা। তবুও এই কৌশল কাজে আসেনি বিগত সরকারের আমলে। পুলিশ ঠিকই তাদের ধরে জেলে প্রেরণ করতো। সেই বিভীষিকাময় পরিস্থিতি কেটে গেছে।

বর্তমানে জামায়াত নেতারা নারায়ণগঞ্জে প্রকাশ্যে রাজনীতি করছে। র‌্যালী  করছে। মাইকিং করছে। পোস্টারিং করছে। মানুষের হাতে হাতে বিলাচ্ছে লিফলেট। নারায়ণগঞ্জের মানুষ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামের গণজোয়ার দেখার অপেক্ষায় রয়েছে। প্রায় দেড় যুগের বেশি সময়ের পর প্রকাশ্যে বিশাল জনসমাবেশের আয়োজন করে দলটি।

শুক্রবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ইতোমধ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে দলটি। সুষ্ঠু ও সুন্দরভাবে জনসমাবেশ সফল করার জন্য ইউনিট থেকে শুরু করে জেলা পর্যায়ে একাধিক সভা করেছে জামায়াত। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন তারা। এছাড়া সমাবেশস্থল ইতোমধ্যে পরিদর্শন করেছেন জামায়াতের নেতৃবৃন্দ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হলেও এখনই কোনো প্রার্থী ঘোষণা করা হবে না।‘

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন