জামতলা কেন্দ্রীয় ঈদগায় ২১ ফেব্রুয়ারি কর্মী সম্মেলন
চাষাঢ়ায় খেলাফত মজলিসের গণসংযোগ
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ২২:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আগামী ২১ ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে শহরের চাষাঢ়া এলাকায় গণসংযোগ করা হয়েছে।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে আমীরে মজলিস ও মহাসচিবের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর কর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে। শাখায় শাখায় ব্যাপক প্রস্তুতি চলছে।