বন্দরে সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ গ্রেপ্তার
প্রকাশ: ২৩:৩৪, ৫ মার্চ ২০২৫

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সদ্য সাবেক বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেন(৬০)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা ও গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে কুড়িপাড়া নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাকসুূদ চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার রাত আড়াই টার দিকে থানা পুলিশ-ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়। বুধবার বিকালে ফতুল্লা থানায় ২৬(১১) ২০২৪ইং দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মাকসুদ হোসেন ৮১ নং এজাহারভুক্ত আসামি। এ মামলা তাকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানাগেছে, মাকসুদ হোসেন, ধামগড় ইউপি সাবেক চেয়ারম্যান এমএ রফিকের ছেলে। তিনি মুছাপুর ইউনিয়ন যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকলেও ১/১১ এর পর রাজনীতি থেকে ছিটকে পড়ে। পরে বড় ভাই আনোয়ার হোসেনের মৃত্যু হলে মাকসুদ হোসেন মুছাপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। তার পর নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানের আস্থাভাজন হয়ে উঠেন মাকসুদ।
সেলিম ওসমানের হাত ধরে জেলা জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দিয়ে লাঙ্গল প্রতীকে আরো দুই বার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। একপর্যায়ে এমপি সেলিম ওসমানের বিরোধিতা করে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়।
অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ বিলপ্ত করে দেয়ায় পর মাকসুদ হোসেন সাম্প্রতিক একটি অনুষ্ঠানে মাকসুদ হোসেন নিজেকে আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ - ৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা করেন।