দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জলের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২৩:৫৪, ২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২২:৫১, ৫ জানুয়ারি ২০২৫
দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক ও প্রবীন সাংবাদিক মরহুম তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক মহল ও সংগঠনের নেতুবৃন্দ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।
নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের শোক :
নিজস্ব প্রতিবেদক: দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মো: তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা মালিকদের সংগঠন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনটির পক্ষে সভাপতি এস এম ইকবাল রুমি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় বলা হয়েছে, তোফাজ্জল হোসেন অত্যন্ত প্রতিভাবান এবং সাহসী সাংবাদিক ছিলেন। সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত দক্ষতা ও একাগ্রতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার শোক সন্তুপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
গণসংহতি আন্দোলনের শোক :
নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক, দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গভীর এবং সমবেদনা প্রকাশ করেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবীণ সাংবাদিক অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। আমরা তাকে নাট্যকর্মী দিদারুল ইসলাম চঞ্চলের হত্যাকান্ডের আমাদের সাথে দাড়িয়ে তিনি চঞ্চল হত্যার বিচার চেয়েছেন। প্রতিবাদ করেছেন। বিগত সাড়ে ১৫ বছর ওসমান পরিবার নারায়ণগঞ্জকে গুম-খুন-সন্ত্রাসের নগরীতে পরিণত করেছেন।
নারায়ণগঞ্জের সচেতন নাগরিকরা ওসমান পরিবারের অন্যায়ের প্রতিবাদ করলে তাদেরও অত্যাচারের শিকার হতে হতো। সমাজের বিভিন্ন অন্যায়ে সাংবাদিক তোফাজ্জল হোসেন যথাসাধ্য প্রতিবাদ করতেন। সাংবাদিক হিসেবে তিনি চেষ্টা করেছেন দৈনিক ইয়াদে সত্য ও অন্যায়ে বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে।
আমরা তোফাজ্জল হোসেনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তোফাজ্জল হোসেনের ভূল-ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন তাকে বেহেস্তবাসী করেন।
ফতুল্লা প্রেসক্লাবের শোক :
দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ফতুল্লা প্রেসক্লাবের পক্ষে সংগঠনটির সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম এই শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ’র শোক :
প্রবীণ সাংবাদিক দৈনিক ইয়াদ এর সম্পাদক জনাব তোফাজ্জল হোসাইনের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি মানোয়ার হোসাইন এক যৌথ শোক বার্তা প্রদান করেছেন।
শোক বার্তায় তারা বলেন, মহান আল্লাহ মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবনের ভুল-ভ্রান্তি ক্ষমা করে মরহুমের নেক আমল গুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সেই সাথে মরহুমের শোকাহত পরিবারের জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করেন।
বন্দর প্রেসক্লাবের শোক :
বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ সাধারন সম্পাদক জি.এম. সুমনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আমরা একজন সাহসি কলম যোদ্ধাকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।সে সাথে তার শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক :
দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. তোফাজ্জল হোসেনের মৃতুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ’র শোক :
প্রবীণ সাংবাদিক দৈনিক ইয়াদ এর সম্পাদক জনাব তোফাজ্জল হোসাইনের মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না এক যৌথ শোক বার্তা প্রদান করেছেন।
শোক বার্তায় তারা বলেন, মহান আল্লাহ মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবনের ভুল-ভ্রান্তি ক্ষমা করে মরহুমের নেক আমল গুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সেই সাথে মরহুমের শোকাহত পরিবারের জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, প্রবীন সাংবাদিক তোফাজ্জল হোসেন গত ২৭ ডিসেম্বর রাত ৯টায় ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে রাজধানী শের ই বাংলা নগরস্থ নিউরো সাইন্স ইনস্টিউটে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি চিকিৎসাবস্থায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের প্রথম জানাযা বাদ আছর শহরের ডি আই টি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে কাশিপুর ঈদগাহ ময়দানে ২য় জানাযা অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।