ফতুল্লা থানা বিএনপি নেতা শহীদুল্লাহর পিতা মো. মানিক খাঁন আর নেই
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২২:২৩, ৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২৩:০৭, ৭ ডিসেম্বর ২০২৪
ফতুল্লা থানা বিএনপি'র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহর পিতা মো. মানিক খাঁন বাধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০।
শনিবার (৭ই ডিসেম্বর) বাদ জোহর দেলপাড়া ঈদগাহ মাঠে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহর পিতা মানিক মিয়ার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দেলপাড়া কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যু তিনি এক স্ত্রী চার ছেলে দুই মেয়ে সহ অসংখ্য পরিবারের সদস্য রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ফতুল্লা থানা বিএনপি, তথা কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
জানাযাতে উপস্থিত ছিলেন মানিক মিয়ার শ্যালক আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরু উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মাহবুব হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাজহারুল আলম মিথুন,সহ সম্পাদক এস এম আনিসুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সভাপতি কাজী শামীম তারেক সহ কুতুবপুরের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।